উত্তরদিনাজপুর

করা পুলিশি নিরাপত্তার মধ্যে চলছে নমিনেশন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া

আগামী ১৪ মে উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট রায়গঞ্জ পুরসভার নির্বাচন হতে চলেছে। সেই মতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নমিনেশন পত্র  জমা দেওয়া হচ্ছে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে। এদিকে পুরসভা কংগ্রেস নিজেদের দখলে রাখতে বাম ফ্রন্টের সাথে আসন সমঝোতা হয়েছে  কংগ্রেসের।  ২৭ টি আসনের মধ্যে ৯টি আসনে বামফ্রন্ট বাকি ১৮ টি আসনে কংগ্রেসের। ইতি মধ্যেই তাঁরা সকলেই নমিনেশন পত্র জমা দিয়েছে। শনিবার দুপুরে মহাসমারহের সাথে রায়গঞ্জ পৌর নির্বাচনে ২৭ টি আসনে মনোনয়ন পত্র জমা দিল তৃণমূল কংগ্রেস। এদিন নমিনেশন জমা দেওয়ার দিনে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম ও উন্নয়ন দপ্তরের  প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, ইটাহারের বিধায়ক তথা জেলা তৃনমূল সভাপতি অমল আচার্য সহ একাধিক জেলা নেতৃত্বকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের প্রার্থীরা।
তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য জানান   উন্নয়নের সার্থে রায়গঞ্জ পুর  বোর্ড গঠন করব আমরাই। খুব কম করে হলেও ২২-২৩ টি আসনে আমাদের প্রার্থীরা জয়লাভ করবে। ছয় জন কংগ্রেস কাউন্সিলার এবং একজন সি পি আই এম কাউন্সিলার এবারে পুরসভা নির্বাচনে দল বদল করে তৃনমূল কংগ্রেসে যোগদান করে। এখন সুধু ভোটের দিন গুনার পালা।